উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, কোম্পানীগঞ্জ এর সিটিজেন চার্টার
১. |
গ্রামীণঅবকাঠামো সংস্কার(কাবিখা) কর্মসূচীর অনুকুলে বরাদ্দঅনুযায়ী বিলি আদেশ(ডিও)জারীর মাধ্যমে খাদ্য শস্যবিলি করা। |
২. |
গ্রামীণঅবকাঠামো রক্ষনাবেক্ষন(টি/আর) কর্মসূচীর অনুকুলে বরাদ্দঅনুযায়ী বিলি আদেশ (ডিও)জারীর মাধ্যমে খাদ্য শস্যবিলি করা। |
৩. |
৪র্থশ্রেণীর সরকারী কর্মচারীদের জন্য ন্যায্য মূল্যে ডিলারের মাধ্যমে খাদ্য শস্যবিলি-বিতরণকরা। |
৪. |
চালের বাজার মূল্য উর্ধ্বগতি রোধকল্পে এবং দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে খোলা বাজারে (ও এম এস) চাল/গম বিক্রির কার্যক্রম চালু করা। |
৫. |
ইউনিয়ন পর্যায়ে হত দরিদ্রের জন্য ন্যায্য মূল্যে ডিলারের মাধ্যমে খাদ্য শস্যবিলি-বিতরণকরা। |
৬. |
অসহায় দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী(ভি জি ডি) কার্যক্রমে খাদ্য শস্যবিলি-বিতরণকরা। |
৭. |
প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব পালনে ত্রানের মাধ্যমে(জি/আর,ভিজিএফ) খাদ্য শস্যবিলি-বিতরণকরা। |
৮. |
বোরো/আমন মৌসুমে আপদকালিন মজুদ গড়ার লক্ষ্যে কৃষকদের নিকট হইতে সহায়তা মূল্যে ধান/গম এবং মিলারদের নিকট হইতে চাল সংগ্রহ করা। |
৯. |
রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেপাইকারী ও খুচরা ব্যবসায়ীদের ফুডগ্রেন লাইসেন্স প্রদান করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস